বার্মিংহ্যামের এজবাস্টনে রোববার টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৩৭ রান করে ইংল্যান্ড।
১০৯ বলে ৬ ছক্কা ও ১০ চারে ১১১ রান করেন বেয়ারস্টো। তার সঙ্গে ১৬০ রানের উদ্বোধনী জুটি গড়া জেসন রয় করেন ৬৬ রান। শেষের দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৪ বলে ৭৯ রান করেন বেন স্টোকস।
৬৯ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার মোহাম্মদ শামি। ক্যারিয়ারে প্রথমবারের মতো পেলেন পাঁচ উইকেট। খরুচে ছিলেন দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চেহেল। কুলদীপ ৭২ রানে নেন ১ উইকেট। নিজের সবচেয়ে খরুচে বোলিংয়ে ৮৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন চেহেল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৩৭/৭ (রয় ৬৬, বেয়ারস্টো ১১১, রুট ৪৪, মর্গ্যান ১, স্টোকস ৭৯, বাটলার ২০, ওকস ৭, প্লানকেট ১*, আর্চার ০*; শামি ১০-১-৬৯-৫, বুমরাহ ১০-১-৪৪-১, চেহেল ১০-০-৮৮-০, পান্ডিয়া ১০-০-৬০-০, কুলদীপ ১০-০-৭২-১)
(বিস্তারিত আসছে)