শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কেএনএফের প্রধান সমন্বয়ক বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ ফিলিস্তিনি শিশু দিবস: গাজায় প্রতি ঘণ্টায় মরছে ৪ শিশু বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উন্ডিজের বিপক্ষে স্পিন নিয়ে তৈরি বাংলাদেশ : কাল প্রথম টেষ্ট শুরু

উন্ডিজের সঙ্গে বাংলাদেশের হিসেবনিকেশটা বেশ পুরানো। যদিও ২০১২ সালের পর প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হচ্ছে দেশ দুটি। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে তারা। দুদলের হিসেবের শুরু ২০০২ সাল থেকে।

সে বছর দুই টেস্টেই নিজেদের মাটিতে হারে বাংলাদেশ। ২০০৪ সালেও ক্যারিবিয়রা নিজেদের মাটিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে। তবে ২০০৯ সালে বদলে যাওয়া ইতিহাসের মুখোমুখি হয় দুই দল। ২০০৯ সালে উইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে ২-০-তে ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।

মোট কথা সব মিলিয়ে এখন পর্যন্ত টেস্টে ১৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ১০ ম্যাচেই। বাকি দুইটি ম্যাচ ড্র হয়। তাই নিজেদের মাটিতে উন্ডিজকে পেয়ে উন্নতির গ্রাফে থাকা বাংলাদেশ কতোটা নিজেদের এগিয়ে রাখতে পারবে তাই দেখার বিষয়।

দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজে ইনজুরি থেকে ফিরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তবে ফিরতে পারেননি তামিম ইকবাল।

উন্ডিজকে আটকাতে অবশ্য নিজেদের শক্তিকেই কাজে লাগানোর পরিকল্পনা বাংলাদেশের। ক্যারিবীয় ব্যাটসম্যানদের স্পিন জালে আটকাতে চায় বাংলাদেশ। সাকিব কিছুটা অনিশ্চিত থাকলেও স্কোয়াডে আছে আরও তিন বিশেষজ্ঞ স্পিনার। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও অভিষেকের অপেক্ষায় থাকা নাঈম হাসান।

সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com