মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও হবিগঞ্জ-শ্রীমঙ্গল বাস সার্ভিসের লাইন সুপারভাইজার আব্দুল হানান চৌধুরী (মেম্বার) কে প্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার কামাইছড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি ভাদেশ্বর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও চক্রামপুর গ্রামের মফিজ চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহরম হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ নাশকতার অভিযোগে বিএনপি নেতা আব্দুল হান্নান ( মেম্বার) কে কামাইছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও বাস শ্রমিকরা শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার নতুনবাজার এলাকায় ব্রীজে বাঁশ বেধে এবং মিরপুর বাজারের জোড়া ব্রীজে বাস আড়াআড়ি করে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে । ফলে উক্ত সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গ্রেফাতারের বিষয়টি রাজনৈতিক হওয়ার কারণে হবিগঞ্জ বাস মালিক সমিতি থেকে ব্যারিকেড তুলে নেওয়ার নির্দেশনা দিলে আসলে আধা ঘন্টা পরে শ্রমিকরা ব্যারিকেড সরিয়ে অবরোধ তুলে নেয়।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহরম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা ব্যারিকেড এর বিষয় শুনেছি তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ব্যারিকেড তুলে নেয় শ্রমিকরা।