বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন দাবি-আপত্তি আহ্বান করার পর মোট ৮৪টি সংসদীয় আসনের আবেদন জমা পড়ে। এই ৮৪ আসনের শুনানি করে ৪৬টি আসনের সীমানা পুননির্ধারণ করে কমিশন। তবে সীমানা পুননির্ধারণের খসড়ায় ৩৯ আসনে পরিবর্তন এনে দাবি-আপত্তি আহ্বান করে ইসি।
তরফ নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৩০০ আসনের পুননির্ধারিত নির্বাচনী এলাকার চূড়ান্ত তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে।
সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের ২৫৪টি সীমানা বহাল রাখা হয়েছে, বাকিগুলোয় পরিবর্তন এসেছে। এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করেছিল। এরপর দাবি-আপত্তি শুনানি শেষে তা নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা পুননির্ধারণ করা হয়।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবার গাজীপুরে গতবারের চেয়ে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়েছে। বাগেরগাটের একটি আসন কমিয়ে ৩টি আসন করা হয়েছে। এবার খুব সুচারুভাবে ও বিশেষায়িত কমিটি দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা সীমানা নির্ধারণ করেছি। এখন নির্বাচন প্রস্তুতির অন্যান্য কাজ খুব দ্রুত শেষ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল কাজটি শেষ হওয়ায় ইসির কাজের অগ্রগতি দৃশ্যমান হলোখবরটা বলেও জানান তিনি।