মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

চট্টগ্রামের বাকলিয়ায় যুবককে গুলি করে হত্যা

তরফ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক যুবক।

বাকলিয়া খালপাড় এলাকায় শনিবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত লোকমান হোসেন (৩৫), নগরীর বাদশা মিয়া রোডের পশুশালা এলাকায় থাকতেন। সেখানে একটি কুলিং কর্ণার পরিচালনা করতেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাতে গুলিবিদ্ধ লোকমানকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোকমানকে হাসপাতালে নেওয়া একজন মো. শামীম বলেন, গোলপাহাড় এলাকার দুই কিশোরের সঙ্গে বিরোধ বাঁধে বাকলিয়া খালপাড় এলাকার এক কিশোরের। বিষয়টি নিষ্পত্তিতে লোকমানসহ তারা সেখানে গিয়েছিলেন।

“সেখানে অপর পক্ষের গুলিতে লোকমান খুন হয়,” বলেন শামীম।

রাতে সেখানে পাঁচ থেকে সাত রাউন্ড গুলি করা হয়েছিল বলেও জানান শামীম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com