সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে আবিদা বেগম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আবিদা উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাসিন্দা নজির মিয়ার ছোট কন্যা।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, শনিবার সকালে আবিদাকে ঘরের মধ্যে রেখে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন তার মা। এসময় পরিবারের সবার অজান্তে ঘরের দক্ষিণ পাশে থাকা পুকুরের পাড়ে চলে যায় এবং পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন আবিদাকে ঘরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার সময় পুকুরের পানিতে আবিদার লাশ ভাসতে দেখেন। স্থানীয়দের মাধ্যমে আবিদার লাশ পানি থেকে উদ্ধার করা হয় এবং পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কুলাউড়া থানার এসআই রফিকুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ঘরের লোকজনের অজান্তে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশু আবিদা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com