বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : আসন্ন এশিয়া কাপ-২০২০ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছেনা। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
শুক্রবার সৌরভ জানান, সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সম্ভবত সেটা দুবাইয়ে। তাতে ভারত ও পাকিস্তান দুদলই খেলবে। তবে পাকিস্তানে হলে বিসিসিআই’র তরফে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, ভারত তাতে অংশগ্রহণ করবে না।
প্রসঙ্গত, ২০১২-১৩ সালে শেষবারের মত ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসিছিলো পাকিস্তান। তারপর থেকে দুদল দ্বিপক্ষীয় সিরিজে একে অপরের দেশের মাটিতে আর কোন দিন মুখোমুখি হয়নি।