শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মিয়ানমারে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের তাণ্ডব, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের বিক্ষোভে সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে রোববার। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৮ জন। জাতিসংঘ মানবাধিকার কমিশন এক বিবৃতিতে জানায়, দেশজুড়ে বিভিন্ন শহরে শান্তিপূর্ণ আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় সশস্ত্র বাহিনী।

এদিন ইয়াঙ্গুনের বিভিন্ন অংশে বিক্ষোভ নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস আর স্টান গ্রেনেড ব্যবহারের পাশাপাশি তাজা গুলি ব্যবহার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য মিয়ানমার নাউতে এক ভিডিওতে রাজপথে রক্তাক্ত অবস্থায় এক আন্দোলনকারীকে পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা এড়াতে আন্দোলনকারী একটি বাস স্ট্যান্ডে আশ্রয় নিলে তাদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। এদিকে চিকিৎসকদের বরাতে রয়টার্স জানায়, গুলিবিদ্ধ এক আন্দোলনকারীকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

অন্যদিকে শিক্ষকদের বিক্ষোভে স্টান গ্রেনেড ছোড়ার পর হার্ট অ্যাটাকে এক নারী মারা যান বলেও জানা গেছে। পুলিশ আর সেনাবাহিনীর আক্রমণে মিয়ানমারের শান্তিপূর্ণ বিক্ষোভ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা।

১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে চলছে সেনাবিরোধী আন্দোলন। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের কারণে বিশ্বজুড়ে সমালোচিত হওয়ার পরেও দমেনি সেনা সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com