বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত একাদশে ভর্তি : প্রথম ধাপের ফলে কলেজবঞ্চিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ চারজন আটক ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম চুনারুঘাটে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী পলাতক, দুই নারী আটক

শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ উৎসব-২০১৯ সম্পন্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্টিত হয়েছে বার্ষিক আনন্দ উৎসব-২০১৯।

শনিবার দিবা-রাত্রী বিভিন্ন আনন্দঘন অনুষ্ঠানাধির মধ্যদিয়ে পালিত এ  অনুষ্ঠানমালায় ছিলো গণমাধ্যমকর্মীদের শ্রীমঙ্গলের প্রকৃতি ভ্রমণ।

ভ্রমণের উপর স্ক্রিপ্ট রাইটিং, বড়শি দিয়ে মাছ শিকার, কৌতুক, প্রাকৃতিক পরিবেশে সমবেত সংগীত, হাঁসির গল্প, নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা বর্ণনা, বিভিন্ন প্রকারের খেলাধুলা, শীতার্তদের কম্বল বিতরণ, ছিলো লোকজ সংস্কৃতির  ধারক লালন শাহ্, রাধারমন, হাসন রাজা ও আব্দুল করিমের মরমী গানের ভাবার্থ বর্ণনাসহ সংগীত পরিবেশন। এ

ই বিশেষ সংগীত পরিবেশন করেন মৌলভীবাজার জেলার বিশিষ্ট চিকিৎসক ও বিশিষ্ট সাংস্কৃতিক ও সামাজিক ব্যাক্তিত্ব ডা: বিনেন্দু ভৌমিক।

তাঁকে সহযোগীতা করেন উজ্জ্বল আচার্য্য, সুরঞ্জন সুরন, সজল ঘোষ, কান্তা সরকার ও তুর্য পাল।

অনুষ্ঠান মালায় অন্যতম আর্কশন ছিলো শ্রীমঙ্গলের নান্দনিক ব্যাক্তিত্ব জি এম শিবলীর পরিবেশনায় মজার মজার ধাঁধা।

শীতের রাতে কন কনে শীত বিরাজমান থাকলেও ক্যাম্প ফায়ার, আর বারবিকিউ এর আগুনের তাপ এবং তার সাথে সংগীতের তালে তালে গণমাধ্যমকর্মীদের নৃত্যের ভঙ্গিতে শরীর দোলানো হার মানিয়েছিলো শীতের তীব্রতাকেও।

সব শেষে ছিলো লটারীর মাধ্যমে  প্রেসক্লাবের ৪০জন সদস্যের হরেক রকমের পুরস্কার। ছিলো খেলাধুলা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদেরও পুরস্কার।

আর এ অনুষ্ঠান মালার শেষ দিকে প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি মৌলভীবাজার জজ কোর্টের পাবলিক পসিকিউটর অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ এর অধিনায়ক লে.কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিনেন্দু ভৌমিক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী আশরাফ উদ্দিন, বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রান্স চেয়ারম্যান জি এম শিবলী, লন্ডন প্রবাসী মো: মোহন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাপ্তাহিক আলোকনের সম্পাদক হুমায়ুন কবির রিপন, ঢাকা থেকে আগত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক মো: জামান ও ইমজা মৌলভীবাজারের সিনিয়র সহ সভাপতি আহমদ ফারুক মিল্লাদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com