শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

কমলগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: ‘স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী শিক্ষা, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (৩১ মে) দুপুর ১২ টায় কমলগঞ্জ উপজেলার ছলিমনগর গ্রামের মবশ্বির আলী বালক উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেখক গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে এবং মোঃ মুহিবুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরঞ্জন দেব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, সামছুজ্জামান চৌধুরী রাহেল, সভাপতি, মবশ্বির আলী বালক উচ্চ বিদ্যালয়, মোঃ কাওছার ইকবাল, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখা, কামরুল হাসান চৌধুরী, সভাপতি ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাসেল হাসান বখত, সহ সভাপতি, কমলগঞ্জ সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয়, আবুল হাসান রাজিব, শিক্ষক, বিএনএফ শাহিন কলেজ, মোঃ গফুর মিয়া, বাবুল দাশ প্রমূখ।

সভায় প্রধান অ‌তি‌থির চ‌ল্লিশ মি‌নি‌টের বক্তব্যে ছাত্র, শিক্ষক ও অ‌ভিভাবক‌ মন্ত্রমু‌গ্ধের ম‌তো আকৃষ্ট হন। অ‌নে‌কের অ‌ভিমত দীর্ঘ‌দিন পর স্বাধীনতার অর্জন ও মূল্য‌বোধ নি‌য়ে এমন বক্তব্য শোনা যায়নি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সুবর্ণা দেব, হা‌মিদা চৌধুরী, মো‌মিনা ইয়াছ‌মিন চৌধুরী, পিন্টু দেব ও তা‌রিন বখ্ত এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অধর্শত ছাত্র ও অভিভাবকবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com