বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: ‘স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী শিক্ষা, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (৩১ মে) দুপুর ১২ টায় কমলগঞ্জ উপজেলার ছলিমনগর গ্রামের মবশ্বির আলী বালক উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেখক গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে এবং মোঃ মুহিবুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরঞ্জন দেব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, সামছুজ্জামান চৌধুরী রাহেল, সভাপতি, মবশ্বির আলী বালক উচ্চ বিদ্যালয়, মোঃ কাওছার ইকবাল, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখা, কামরুল হাসান চৌধুরী, সভাপতি ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাসেল হাসান বখত, সহ সভাপতি, কমলগঞ্জ সরকারি বহুমূখী উচ্চ বিদ্যালয়, আবুল হাসান রাজিব, শিক্ষক, বিএনএফ শাহিন কলেজ, মোঃ গফুর মিয়া, বাবুল দাশ প্রমূখ।
সভায় প্রধান অতিথির চল্লিশ মিনিটের বক্তব্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট হন। অনেকের অভিমত দীর্ঘদিন পর স্বাধীনতার অর্জন ও মূল্যবোধ নিয়ে এমন বক্তব্য শোনা যায়নি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সুবর্ণা দেব, হামিদা চৌধুরী, মোমিনা ইয়াছমিন চৌধুরী, পিন্টু দেব ও তারিন বখ্ত এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অধর্শত ছাত্র ও অভিভাবকবৃন্দ।