মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রেলের টিকিট কালোবাজারি রোধে শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা বাহুবলে চোরাই গরু ও গাড়িসহ এক ব্যক্তি আটক  ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার উপকমিটিতে দায়িত্ব পেলেন বাহুবলের সন্তান মিনজাব ছাহাম বাহুবলে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার মাধবপুরে জেলা জামায়াতের গাড়ীবহরে হামলা বাহুবলে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন বাহুবলে ‘ওয়াশব্লক’ প্রকল্পের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার, শিক্ষক-শিক্ষার্থীদের দূর্ভোগ বাহুবলে গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চুনারুঘাটে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু অলিপুর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার

মিরপুর দাখিল মাদ্রাসা কমিটির নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রাচীনতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে। উক্ত নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে ২৮ অক্টোবর অভিভাবক সদস্য পদে প্রিজাইডিং অফিসারের পক্ষে মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিনের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

এর আগে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার রুবাইয়া বেগম ২৫ অক্টোবর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল ২৬ অক্টোবর হতে ২৮ অক্টোবর।

মনোনয়নপত্র বাছাই ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২ ঘটিকায়। মনোনয়নপত্র প্রত্যাহার ৩ নভেম্বর বিকাল ৪ টার মধ্যে এবং ভোট গ্রহণ ১৫ নভেম্বর সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত। এতে মনোনয়ন ফি নির্ধারণ করা হয় এক হাজার টাকা। তফসিল ঘোষণার একমাত্র ৪ প্রার্থী ২৮ অক্টোবর বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার এর পক্ষে মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিন।

অভিভবক সদস্য পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, সাংবাদিক সাজিদুর রহমান, মোঃ বদরুল আলম, মোঃ সাজিদুর রহমান ও মোঃ আব্দুল্লাহ মিয়া। উল্লেখ্য এবারই প্রথম তফসিল ঘোষণার মাধ্যমে উক্ত মাদ্রাসার ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com