শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
রাজু সরকার : আন্তর্জাতিক কিশোর ‘লা লিগা ইয়ুথ ফুটবল টুর্নামেন্টে সুযোগ পেয়েছে হবিগঞ্জের সদর উপজেলার তানজিম আহমেদ নাহিদ (১৬) নামে এক প্রতিভাবান ফুটবলার। মালোশিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিত্ব করবেন। ওই টুর্নামেন্টে অংশ নিতে গত ১০ জুলাই মালোশিয়ায় পৌঁছেছে নাহিদ বাহিনীরা।
হ্যালো সুপারস্টারস’-এর তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে গঠন করা হয়েছে বাংলাদেশ দল। ওই দলে সিলেট বিভাগ থেকে একমাত্র সুযোগ পায় হবিগঞ্জের সদর উপজেলার মাছুলিয়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে তানজিদ আহমেদ নাহিদ। পিতা আব্দুল আউয়াল একজন প্রবাসী। পরিবারে দুই ভাইয়ের মধ্যে নাহিদ ছোট। সে হবিগঞ্জ ফুটবল একাডেমির ছাত্র এবং আলী ইদ্রিস হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
তানজিদ আহমেদ নাহিদ বলেন, ছোটবেলা থেকেই আমার ফুটবলের প্রতি গভীর টান ছিল। আজ লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। এটা আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এই সাফল্যের পেছনে বড় অবদান রেখেছে হবিগঞ্জ ফুটবল একাডেমি।
নাহিদ বলেন, এই একাডেমির অনুপ্রেরণাতেই আমি আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পেয়েছি। বিশেষ করে একাডেমির হেড কোচ দিলিপ দাদার অবদান কখনও ভুলব না। এ ছাড়া আমাকে আরও অনুপ্রেরণা দিয়েছেন আমার এলাকার ক্রীড়াঙ্গনের বড় ভাইয়েরা। তাদের অনুপ্রেরণায়ই আমি এই পর্যন্ত আসতে পারছি।
জাতীয় দলে খেলার স্বপ্ন পোষণ করা এই কিশোর বলেন, “জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে দেশের নাম উজ্জ্বল করতে চাই, চাই আমার মা-বাবার স্বপ্ন পূরণ করতে।
নাহিদের মা বলেন- ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি নাহিদের আগ্রহ ছিল। অনেক পরিশ্রমের বিনিময়ে সে এ পর্যন্ত এসেছে। ছেলের জন্য সকলের নিকট দোয়া চাই। সে যেন ভালো কিছু করে দেশের নাম উজ্জ্বল করতে পারে।
হবিগঞ্জ ফুটবল একাডেমির হেড কোচ দিলিপ চৌধুরী বলেন- আমি জানতাম নাহিদ একদিন বড় পর্যায়ে যাবে। লা-লিগায় সুযোগ পেয়েছে শুনে আমি খুবই আনন্দিত হয়েছি। আমার বিশ্বাস ভবিষ্যতে সে ভালো মানের একজন খেলোয়াড় হবে। এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাইয়ে দেশজুড়ে অনলাইন ও মাঠপর্যায়ে বাছাই অনুষ্ঠিত হয়।
গত ১৬ জুন বিকেএসপির এ্যাথলেটিকস ট্র্যাক মাঠে অনুষ্ঠিত হয় মাঠপর্যায়ের ক্যাম্প। বাছাই কার্যক্রমে বিচারক হিসেবে ছিলেন বিকেএসপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এমএ লতিফ খান, জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, মামুনুল ইসলাম মামুন এবং জাহিদ হাসান এমিলি। তাদের মূল্যায়নের ভিত্তিতে গঠিত হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। নাহিদের এই অর্জন শুধু তার পরিবারের নয়, হবিগঞ্জ জেলা তথা গোটা দেশের। একদিন হয়তো সত্যিকার অর্থেই বাংলাদেশ ফুটবল দলে নাহিদের নাম গর্বের সাথে উচ্চারিত হবে, এই প্রত্যাশা সকলের।