মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
দিদার এলাহী সাজু: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দুরপাল্লার বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৪২) নামে এক টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৩ টায়। নিহত টমটম চালক নজরুল ইসলাম নবীগঞ্জ উপজেলার সদরঘাট এলাকার হাজী হারুন মিয়ার পুত্র।
এদিকে, ঘটনার পর ঘাতক বাস ও বাস চালক লিটন মিয়াকে আটক করেছে শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশ। আটক বাস চালক লিটন মিয়া ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মুসলিম নগর গ্রামের মৃত কুদ্দুছ মাতব্বরের পুত্র।
জানা যায়, উল্লেখিত সময়ে সিলেট থেকে ঢাকাগামী আল মোবারকা পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো-ব- ১২-৪০৭১) নবীগঞ্জ উপজেলার রুস্তমপুরস্থ ঢাকা-সিলেট মহাসড়কের ‘টোল প্লাজা’ এলাকায় পৌছলে একটি টমটম (ব্যাটারি চালিত অটোরিক্সা) কে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন টমটম চালক নজরুল ইসলাম। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও বাস চালক কে আটক করা হয়েছে। বাসটি কে শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানায় আটক এবং চালক কে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে যথাযত প্রক্রিয়ায় নিহত টমটম চালকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।