মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছে উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল ও দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। এ হামলায় ওই দুই বিদ্যালয়ের অন্ততঃ ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ হামলার ঘটনা ঘটে।
এ হামলার সাথে জড়িত থাকার ঘটনায় দীননাথ সরকারী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতে নাতে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দিন।
জানা যায়, আজ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করতে বেশ কয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রন করে উপজেলা প্রশাসন। সেই আমন্ত্রণে মিরপুর থেকে উপজেলার শীর্ষ দুটি শিক্ষা প্রতিষ্ঠানও অংশ গ্রহন করে। ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সব সময়ই সব ক্যাটাগরীতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে।
আজও বেশ কয়েকটি খেলায় তারা প্রথম ও দ্বিতীয় হয়। এরই জের ধরে বাহুবল সদরে অবস্থিত দীননাথ সরকারি হাই স্কুলের এক শিক্ষার্থীর সাথে কথাকাটি হয় সানশাইন স্কুলের এক শিক্ষার্থীর। পরে অনুষ্ঠনের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা আনন্দ হুল্লাস করে ফেরার সময় দীননাথ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুরের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ হামলায় দুই প্রতিষ্ঠানে অন্ততঃ ২০ জন শিক্ষার্থী আহত হয়। এসময় শিক্ষার্থীদের বহনকারী দুটি বাসেও হামলা চালিয়ে ভাংচুর করে দীননাথ হাই স্কুলের শিক্ষার্থীরা।
আহতদেরকে উদ্ধার করে বাহুবলেউপজেলা স্বস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
এঘটনায় মিরপুর এলাকার অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন বলেন, অনুষ্ঠান শেষে যাওয়ার সময় কথা কাটাকাটি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েক ছাত্র আহত হয়েছে এবং তাদেরকে দেখে আসছি ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি। খুব শীঘ্রই দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আমরা বসব। বর্তমানে পরিস্থিতি স্বাভাবকি রয়েছে।