শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবল উপজেলার মিরপুর আলীফ সোবহান চৌধুরী সরকারি কলেজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে কলেজের অফিস কক্ষের আলমারী থেকে নগদ ১ লক্ষ ১৭ হাজার টাকা ও মুল্যবান কাগজপত্র খোয়া গেছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলেজের হিসাবরক্ষকসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, কলেজের হিসাবরক্ষক মুহিত মিয়া, নাইট গার্ড ফিরোজ মিয়া, আহাদ মিয়া ও জুয়েল মিয়া।
কলেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিন শেষে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনের মতো কলেজের দৈনন্দিন কাজ করে অফিস তালাবদ্ধ করে যান । পরে রাতের কোন এক সময় একদল দুবৃত্ত কলেজের নীচতলায় ভবনের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিসকক্ষের আলমারীর তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ১৭ হাজার টাকা ও মুল্যবান কাগজপত্র নিয়ে যায়। এসময় দুবৃত্তরা অফিস কক্ষে থাকা একে একে সাতাটি আলমারীর তালা ভেঙ্গে তছনছ করে। এছাড়া দুতলায় শিক্ষক মিলনায়তন কক্ষ ও অধ্যক্ষের কক্ষের তালা ভেঙ্গে জিনিষপত্র তছনছ করে দুবৃত্তরা।
ভোর ৫ টার দিকে দায়িত্বে থাকা নাইট গার্ডরা ঘুম থেকে ওঠে ভবনের প্রধান ফটক ও বিভিন্ন কক্ষের তালা ভাঙ্গা দেখে অধ্যক্ষকে খবর দিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব আলী কলেজে এসে থানা পুলিশকে খবর দেন।
পরে বাহুবল মডেল থানা পুুুুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে দুই নাইট গার্ড ও হিসাবরক্ষকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।