শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ২৬জন অসহায় রোগীর মাঝে ১৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা সভা-কক্ষে রোগীদের মাঝে চেক বিতরণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল ফজল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামীলীগ সভাপতি মোজাহিদ আহমেদ সহসভাপতি মুহিবুর রহমান আকল, উপজেলা আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, কুর্শি ইউপি আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহী দেওয়ান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম অপু, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা পিন্টু রায়, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, দেবপাড়া ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়ছল তালুকদার পৌর ছাত্রলীগ সভাপতি বাবলু আহমেদ, আওয়ামীলীগ নেতা এটিএম রুবেলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।