শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মান্নানের স্বপ্ন মুছে দিলো সন্ত্রাসীরা, নিঃস্ব হয়ে পড়লো গোটা পরিবার

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): মোবাইল চুরির মিথ্যা অপবাদে মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আজিজ হলের ড্রাইনিং বয় আবদুল মান্নানকে (২৫) পিটিয়ে হত্যা করেছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই ঘটনায় আতিক, নাইম ও শোয়ায়েব নামে তিন ছাত্রকে আটক করেছে পুলিশ। সঙ্গে থাকা অন্য সহকর্মীদেরও পিটিয়ে গুরুতর আহত করেছে তারা। হত্যাকাণ্ডের শিকার নিহত আবদুল মান্নান কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হতদরিদ্র ফুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মান্নান স্বভাবগত ভাবে অত্যন্ত বিনয়ী ও ভদ্র। দরিদ্র পরিবারে জন্ম নেয়া মান্নান তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয়। সে দীর্ঘ দিন ধরে জীবনের তাগিদে পরিবারের অভাব অনটন দুর করতে ঢাকায় চাকরি নেয়। সেই চাকরি আজ কাল হয়ে দাঁড়িয়েছে। হতে হয়েছে নির্মমভাবে হত্যার শিকার।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল মান্নান আগামী কিছু দিনের মধ্যেই বিদেশ চলে যেত। তার সব কিছু ঠিকঠাক ছিল। ছাত্র নামের সন্ত্রাসীরা তার স্বপ্ন পূরণ হতে দিলোনা। তার মৃত্যুর সংবাদে গোটা পরিবারে নেমে এসেছে কালো মেঘের ছায়া। বাকরুদ্ধ বাবা মা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্তব্ধ হয়ে পড়েছে স্বজনরা। নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। বুধবার রাতে পারিবারিক কবরস্থানে মান্নানকে দাফন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com