বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

সিলেটে ডেঙ্গু আক্রান্তদের দেখতে হাসপাতালে আ’লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীদের দেখতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলেন মহানগর আওয়ামী লীগের নেতারা।

শনিবার (৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে রোগীদের দেখতে যান সংগঠনের নেতারা।

আওয়ামী লীগ নেতারা ওসমানীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেঙ্গু কর্নারে ভর্তি থাকা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

পরিদর্শন শেষে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। সার্বক্ষণিক রোগীদের সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ জানান তিনি।

এসময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার, সম্পাদক মণ্ডলীর সদস্য জুবের খান, সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা আজহার উদ্দিন জাহাঙ্গীর।

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, সিলেট স্বাচিপের আহ্বায়ক ডা. রুকন উদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ হোসেন রবিন, ডা. বাছিরুল ইসলাম টিপু, সিনিয়র সদস্য ডা. মুজিবুল হক, ডা. হাবিবুল্লাহ সেলিম, সদস্য ডা. সুনির্মল বিশ্বাস, ডা. রাজিব দত্ত, ডা. উজ্জ্বল কান্তি দে, ডা. ফয়সাল আহমেদ মুহিন, ডা. ওয়ালিউর রহমান চৌধুরী, ডা. জহিরুল হাসান খান, ডা. মোহাম্মদ সাদিক, ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি ডা. মাহবুবুর রহমান সজিব, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মাহবুব হৃদয়, সাধারণ সম্পাদক ডা. শেখ হাসিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রাসেল বিল্লাহ রূপম, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com