শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে মশক নিধন বিষয়ে সচেতনতার লক্ষ্যে উপজেলা প্রশাসনের র‌্যালি

নিজস্ব সংবাদদাতা : বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে  র‌্যালিও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভূঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ। পরে  উপজেলা পরিষদের আশপাশ, ভবনের ছাদ, আবাসিক ভবন প্রাঙ্গণ ও ছাদ, সকল দপ্তর প্রাঙ্গণসহ বাহুবল বাজারে মশক নিধন ঔষধ ছিটানো হয়।


এ সময় ইউএনও আয়েশা হক বলেন, সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব বেড়ে গেছে। এ ডেঙ্গু জ্বরের হাত থেকে রেহাই পেতে হলে আমাদের বাড়ির আঙ্গিনাসহ চারপাশের ডোবা-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে। তিনি আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মোকাবিলায় জনগণকে সতর্ক ও ধৈর্যের পরিচয় দিয়ে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার জন্য আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com