বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুরে জাতীয় বিদ্যুৎগ্রীডের খুটির কাছে এবং কৃষিজমি থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩টি ড্রেজার মিশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় দুইহাজার ফুট পাইপও জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার দুপুর ১টায় মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এই অভিযান পরিচালনা করেন।
মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, অভিযান পরিচালনাকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুসারে মাধবপুর উপজেলার রতনপুর এলাকা থেকে ২টি এবং আলআমিন হোটেল- এর বিপরীত দিক থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।