বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে আনসার সদস্যের হাতে সরকারি চাল আটক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পাচারকালে মাসুক মিয়া নামে এক আনসার সদস্যের হাতে ৫ বস্তা সরকারি চাল আটক হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে চাল বহনকারী ভ্যানগাড়িসহ আটক করা হয়।

জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া বানিয়াহাটি থেকে পূজার ডিউটি শেষ করে ভোর রাতে অনসার সদস্য মাসুক মিয়া ও তার এক সহকর্মীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় জাঙ্গালিয়া পয়েন্টে দেখতে পান উপজেলা সদরের দিক থেকে ৫-৬ জন লোক চাল বোঝাই একটি ভ্যানগাড়ি ঠেলে নিয়ে আসতেছে। তখন তিনি চিৎকার দিলে ভ্যানগাড়ি রেখে চাল পাচারকারীরা পালিয়ে যায়। পরে ৫ বস্তা সরকারি চাল বোঝাই ভ্যানগাড়িটি তিনি নিজে একাই চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে যান।

এসময় আনসার সদস্য মাসুক মিয়ার সাথে থাকা সহকর্মী পাচারকারী দলের সদস্যদের পরিচিত হওয়ায়   ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

আনসার সদস্য এপিসি মাসুক মিয়া (কমান্ড সার্টিফিকেট নং-২৪) বলেন, আমি একজনকে ঝাপটে ধরেছিলাম, কিন্তু তারা কয়েকজন পিছন থেকে এসে আমাকে খিলঘুষি দিয়ে ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার নজির মিয়া বলেন, এ বিষয়টি আমার জানা নেই।

ওসি এলএসডি দীপক চন্দ্র জানান, নাইট গার্ডের দায়িত্ব ছিলেন শফিক মিয়া, তবে চাল পাচারের বিষয়ে কিছুই জানেন না।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক, চাল পাচারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে ৫ বস্তা সরকারি চাল রাস্তা থেকে আটক করে এক আনসার সদস্য আমার বাসায় নিয়ে আসছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com