শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বিএনপির এমপি হারুন অর রশীদকে ৫ বছরের কারাদণ্ড

হারুন অর রশীদ - ফাইল ছবি

তরফ নিউজ ডেস্ক: শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নির্বাচিত এমপি এবং বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন অর রশীদকে ৪০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ( ২১ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ রায় দেন। রায়ের পর এমপি হারুন অর রশীদকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া রায়ে পলাতক আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে (এমডি, চ্যানেল নাইন) ৪০৯ ও ১০৯ ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পলাতক আসামি ইশতিয়াক সাদেককে ৪০৯ ও ১০৯ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদের ৫ বছরের কারাদণ্ডের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com