সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রেলের টিকিট কালোবাজারি রোধে শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা বাহুবলে চোরাই গরু ও গাড়িসহ এক ব্যক্তি আটক  ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার উপকমিটিতে দায়িত্ব পেলেন বাহুবলের সন্তান মিনজাব ছাহাম বাহুবলে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার মাধবপুরে জেলা জামায়াতের গাড়ীবহরে হামলা বাহুবলে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন বাহুবলে ‘ওয়াশব্লক’ প্রকল্পের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার, শিক্ষক-শিক্ষার্থীদের দূর্ভোগ বাহুবলে গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চুনারুঘাটে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু অলিপুর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার

হবিগঞ্জ-১ আসনে জাপা নেতা আতিককে মহাজোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবী

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবল উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তাগণ হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় জাপার প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিককে মহাজোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণার জুরালো দাবি জানিয়েছেন। এছাড়াও সভায় বক্তাগণ আতিককে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন দেয়া দলীয় চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপলক্ষে  বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি ও বাহুবল উপজেলা জাপার আহ্বায়ক এম এ জলিল তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা জাপার সদস্য সচিব আব্দুল আহাদ মেম্বারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক সৈনিক আব্দুল জব্বার ও সৈয়দ আলী, উপজেলা জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এমদাদুল হক সবুজ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক আসাদুজ্জামান পাকু, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মাহমুদ, সদস্য সচিব হাকিম আশরাফ আলী, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি আকবর আলী, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আলী মর্তুজা সাজু, যুবনেতা নূরুল আমীন, আব্দুল আহাদ, গোলাম মোস্তফা বাবুল মেম্বার, হেলাল মিয়া, রুমন মিয়া, আলামিন, ফজল মিয়া, ফেরদাউস আলম, বছির মিয়া, ছাদিকুর রহমান সাদিক প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা জাপা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত করেন মাওলানা আব্দুল কাইয়ুম আকিলপুরী। প্রেস বিজ্ঞপ্তি

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com