মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: সাবেক গণপরিষদ সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মৌলভী আব্দুল আউয়ালের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে আজ।
এ উপলক্ষে আজ ২৮ অক্টোবর (সোমবার) লাকসাম উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে সকালে মরহুমের কবর জিয়ারত, সমাধিতে পুস্পস্তবক অর্পণ, দুপুরে লাকসাম উত্তর বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল আয়োজনের মাধ্যমে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন মিস্ত্রি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাখনসহ যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও ওলামালীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।