সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

লাকসামে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে মালবাহী ট্রাক চাপায় রনি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের মিশ্রীনামক স্থানে।

এ ঘটনায় স্থানীয়রা ট্রাক চালকের বিচারের দাবীতে সড়ক অবরোধ করে রাখে। নিহত স্কুলছাত্র পাশ্ববর্তী লালমাই উপজেলার সমেশপুর গ্রামের মনু মিয়ার ছেলে ও হরিশ্চর স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্র। সে সকালে দাওয়াত খেয়ে সাইকেলযোগে খালার বাড়ী থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওইদিন সকালে হরিশ্চর স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্র রনি সকালে দাওয়াত খেয়ে সাইকেলযোগে খুন্তা গ্রামের খালার বাড়ী থেকে ফেরার পথে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের মিশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় পিচন দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক ( ফেনী-শ-১১-০২৫৬) তাকে থাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্কুলছাত্র নিহতের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয়রা সড়ক অবরোধ করে চালকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘাতক ট্রাকসহ চালক ও চালকের সহকারীকে আটক করে থানায় নিয়ে আসে এবং স্কুলছাত্রের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে।

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com