শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

জাবি উপাচার্যের বাসার সামনে কনসার্টের ঘোষণা

তরফ নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের বাসভবন ঘিরে চলছে শিক্ষার্থীদের দ্বিতীয় দফা অবরোধ। এই অবরোধ থেকে ঘোষণা এসেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ভিসির বাসভবনের সামনেই আন্দোলনকারীরা কনসার্ট আয়োজন করবেন। পাশাপাশি আগামীকাল দুপুর বারোটায় বিক্ষোভের ঘোষণাও দেয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাত আনুমানিক নয়টায় এই ঘোষণা আসে।

উল্লেখ্য, এর আগে বুধবার(৬ নভেম্বর) বেলা ১১ টায় একটি বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। এতে বিভিন্ন বিভাগের ২৫-৩০ জন শিক্ষক সংহতি প্রকাশ করে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে। পরে বিকাল ৫ টায় ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তারা।

সমাবেশে আন্দোলনকারীদের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন বলেছেন, আমরা পরিস্থিতি বিবেচনা করে আমাদের আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com