সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে নগরীর শায়েস্তানগর, অনন্তপুর, স্টাফ কোয়ার্টার, ইনাতাবাদ, শ্যামলী, পুরানামুন্সেফী, সংকর সহ চৌধুরীবাজার এলাকায় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ব্যাপক তদারকি কার্যক্রম চালানো হয়। এসময় ইনাতাবাদ এলাকায় পেয়েজের মূল্য ২২০ টাকা রাখায় রিজভিয়া স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মেয়াদহীন পন্য রাখার অপরাধে চৌধুরী বাজার এলাকায় সুবিনয় স্টোরকে ২ হাজার টাকা এবং প্রীতুষ পালকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই উগ্য এর নেতৃতে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।