শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

হবিগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ বৃহস্পতিবার উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় হবিগঞ্জ টাউন হলে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম এর সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্ল্যা চৌধুরী।

আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা আনসার অ্যাডজুডেন্ট তানজিনা বিনতে এরশাদ, কবি তাহমিনা বেগম গিনি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান।

জেলা প্রশাসক বলেন, যারা গ্রাম পুলিশ হিসেবে বিভিন্ন এলাকায় কাজ করেন তাদের টহল আরও বেশী জোরদার করতে হবে। কোন সন্দেহজনক কর্মকান্ড চোখে পড়লে থানা ও প্রশানকে দ্রুত অবহিত করতে হবে। এছাড়াও বর্তমানে যে গুজব সৃষ্টির প্রচেষ্টা চালানো হচ্ছে তা যদি কারও চোখে পড়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে।

সেমিনারে জেলার ৭৮টি ইউনিয়নের গ্রাম পুলিশ ও দফাদাররা অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com