শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মরহুম হাজী আরফান আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে বন্ধু স্পোটিং ক্লাবের আয়োজনে উপজেলার কালীঘাট রোড মাঠে মুসলিমবাগ এফসি ফুটবল দল ট্রাইবেকারে ৫-৩ গোলে কালীঘাট রোড একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শিমুল আহমেদ এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আকরাম খান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো: শফিকুল ইসলাম রুম্মন, জাগ্রত যুব সংসদের সাবেক সভাপতি আবু সাদাত মো: সায়েম, বিশিষ্ট্য সমাজ সেবক হারুন অর রশীদ, সাপ্তাহিক মানব ঠিকানার শ্রীমঙ্গল প্রতিনিধি মো: শামছুল ইসলাম শামীম, রাজিবুর রহমান বাবু, সাইফুল ইসলাম, আকরামুল হক সোহাগ প্রমুখ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চলন্তিকা ক্রিড়াচক্রের হ্নদয় আহমেদ ব্রেকলি, ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মুসলিমবাগ এফসি’র তৌহিদ আহমেদ, ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে সানস্টার ফুটবল দলের জুয়েল আহমেদ।
অনুষ্টান শেষে সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, শামছুল ইসলাম শামীম, আবু সাদাত মো: সায়েম ও হারুন অর রশীদ কে সম্মননা স্মারক তুলেন দেন প্রধান অতিথি।