শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পিসি হাইস্কুল মার্কেট, রেলওয়ে মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স ।
অভিযানকালে আব্দুল করিম নামে একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে রেলওয়ে মার্কেটে অবস্থিত মূল্য তালিকায় উল্লিখিত মূল্যের চেয়ে পেঁয়াজের মূল্য অতিরিক্ত নেওয়ায় মা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫%=৫০০ টাকা প্রদান করা হয়।
এছাড়াও অভিযানকালে পিসি হাইস্কুল মার্কেটে অবস্থিত আবুল এন্ড ব্রাদার্সকে মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।