বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের ভিতরে যেখানে নেই কোন পাকা রাস্তা, সেখান থেকেই গাজীউর রহমান নামে এক ব্যক্তির বাড়ী থেকে জব্দ করা হয়েছে বিলাসবহুল বিএমডব্লিউ কার।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে সিলেট শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই কার জব্দ করে। শনিবার সকালে গাড়ীটি শুল্ক বিভাগের হেফাজতে আনা হবে।
সিলেট কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, আমরা গাড়ীটি সাময়িকভাবে জব্দ করে ইউপি মেম্বারের জিম্মায় রেখেছি এবং স্থানীয় পুলিশকে অবহিত করেছি। শনিবার গাড়ীটি আমাদের জিম্মায় নিয়ে যাওয়া হবে। এর পর যদি এর মালিক বৈধ কাগজ দেখাতে পারেন তাহলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় কাস্টমের বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। গাড়ীটির মডেল থ্রি জিরো ডি বিএমডব্লিউ এক্স ৫। গাড়ীটি কার্নেট সুবিধায় বৃটেন থেকে বাংলাদেশে আনা হয়েছিল।
চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমান জানান, তারা শুল্ক বিভাগকে সব ধরনের সহায়তা করবেন।