শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নুরুল হক নূরসহ তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন নীলক্ষেত ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মামলা হয়েছে। ভুক্তভোগীরা ২৪ ঘণ্টার মধ্যে না আসায় পুলিশই মামলা দায়ের করেছে। মামলায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের আমিনুল ইসলাম বুলবুল ও আল মামুন।
এছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন- এ এস এম সনেট, ইয়াসির আরাফাত তুর্য, ইমরান সরকার, ইয়াদ আল রিয়াদ, মাহবুব হাসান নিলয়, তৌহিদুল ইসলাম মাহিম।