বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বন ও পরিবেশ জলবায়ৃ পরিবর্তন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। এসময় তিনি বেশ কিছু বন্যপ্রাণী লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত ও বৃক্ষ রোপন করেন।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শনে আসেন তিনি এসময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক সজল দেব সাবের হোসেন চৌধুরীকে স্বাগত জানান।
পরে বিকেল ৪টায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত ও বৃক্ষ রোপন করা হয়। বন্যপ্রাণী অবমুক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে তিনি বিভিন্ন ধরনের বন্যপ্রাণী অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন,বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল অয়াদুদ,সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান সার্কেল শ্রীমঙ্গল-কমলগঞ্জ, বন্যপ্রাণী সেবা ফাউনেডশনের পরিচালক সজল দেব,বনবিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় ২টি, মেছোবাগ ২টি, সোনালি বিড়াল ১টি, অজগর ১টি,একটি লজ্জাবতী বানর,এবং বিভিন্ন প্রজাতির আরো ৬টি পাখি অবমুক্ত করা হয়।