শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশণ পরিদর্শন করেছেন সাবের হোসেন চৌধুরী এমপি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বন ও পরিবেশ জলবায়ৃ পরিবর্তন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। এসময় তিনি বেশ কিছু বন্যপ্রাণী লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত ও বৃক্ষ রোপন করেন।

বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শনে আসেন তিনি এসময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক সজল দেব সাবের হোসেন চৌধুরীকে স্বাগত জানান।

পরে বিকেল ৪টায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত ও বৃক্ষ রোপন করা হয়। বন্যপ্রাণী অবমুক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে তিনি বিভিন্ন ধরনের বন্যপ্রাণী অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন,বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল অয়াদুদ,সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান সার্কেল শ্রীমঙ্গল-কমলগঞ্জ, বন্যপ্রাণী সেবা ফাউনেডশনের পরিচালক সজল দেব,বনবিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় ২টি, মেছোবাগ ২টি, সোনালি বিড়াল ১টি, অজগর ১টি,একটি লজ্জাবতী বানর,এবং বিভিন্ন প্রজাতির আরো ৬টি পাখি অবমুক্ত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com