বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : ভারমুক্ত করা হলো আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। তারা আজ (শনিবার-৪ জানুয়ারি) থেকে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। তারা এতদিন ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক’ হিসেবে দায়িত্ব করে আসছিলেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকালে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তাদের ভারমুক্ত করার ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ছাত্রলীগের সর্বোচ্চ পদ সভাপতি-সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত। বিষয়টি ছাত্রলীগের জন্য কেমন কেমন জানি লাগে। তাই এই দুই পদকে যেনো ভারমুক্ত করা হয়।
ওবায়দুল কাদেরের তার প্রস্তাবে সাড়া দিয়ে নাহিয়ান-লেখককে ভারমুক্ত ঘোষণা করেন দলীয় প্রধান শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ করেছেন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদকে ভারমুক্ত করতে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগকে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত ঘোষণা করলাম। বাংলাদেশ ছাত্রলীগ এখন ভারমুক্ত।
এর আগে পায়রা উড়িয়ে, পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান সদ্য ভারমুক্ত হওয়া ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী।