বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মুজিববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিববর্ষ উদযাপনের  প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দাশ প্রমুখ।

উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে এম.মাকসুদুল আলম, নবীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্যে পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, মোঃ লুৎফুর রহমান, মোঃ বদরুল আলম, আঃ সালাম, রাহেলা খানম, এম আলীবর্দী খান সুজন, শিক্ষক মোঃ হারুন মিয়া, প্রদীপ রঞ্জন দাশ, ইসলামি শিক্ষা ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ সোলাইমান খান, মোঃ শাহাদাত হোসেন, জাকারিয়া হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রধান শিক্ষক আব্দুস সালাম, তোফাজ্জল হোসেন, মুহিবুর রহমান, আলী আমজদ মিলন, কাঞ্চন বনিক, শিক্ষক হরিপদ দাশ,শিক্ষক মোঃ রুবেল মিয়া, শিক্ষক আব্দুল মজিদ, শিক্ষক শামীম আহমেদ, দিলারা বেগম, ছইফা রহমান কাকুলী, বিন্দু সূত্রধর, মাজহারুল ইসলাম অপু, জীবেশ গোপ প্রমুখ।

সভায় জানানো হয় আগামী ১০ জানুয়ারী সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য ও মুজিববর্ষের ক্ষণগনার শুভ উদ্বোধন করবেন এর পর নবীগঞ্জ উপজেলায় সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে একযোগে নবীগঞ্জ নতুন বাজার মোড় থেকে আনন্দ শোভাযাত্রা সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত। ওই দিন উপজেলার সকল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক, নবীগঞ্জ ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থী, নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় ও হিরা মিয়া গালস উচ্চ বিদ্যালয়সহ পৌর এলাকার আশে পাশ এলাকার স্কুল এবং মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী উপস্থিত থাকার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

১১ জানুয়ারী বিকাল ৩ থেকে ৫টা পর্যন্ত উপজেলা মিলনায়তনে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক আলোচনাসভা ও শিশু কিশোরদের অংশগ্রহনে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শক” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” বিষয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com