বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালী

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও বঙ্গবন্ধুর শতবার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলা চত্তর থেকে উক্ত র‌্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে বিকাল সাড়ে ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রাজধানীর পুরোনো বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে অতিথিরা সরাসরি উপভোগ করেন।

বাহুবল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাবুল কুমার দাশ, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সুহেল আহমেদ কুটি, সদস্য আয়াত আলী, কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম. রশিদ আহমেদ, সদস্য হুমায়ুন রশিদ জাবেদ, উপজেলা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, কৃষকলীগ নেতা সাহাবউদ্দিন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com