শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

স্ত্রী-শাশুড়িসহ ৪ জনকে হত্যার পর ঘাতকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী-শাশুড়িসহ চারজনকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে একজন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এছাড়া একজন প্রতিবেশিকেও কুপিয়ে গুরুতর জখম করে বলে জানা গেছে।

রোববার (১৯ জানুয়ারি) ভোরে ৫টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লারতল চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

বড়লেখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রোকসানা বেগম জানান, নির্মল ছাড়া নিহত চারজন হলেন নির্মলের স্ত্রী ডলি, শাশুড়ি লক্ষ্মী, প্রতিবেশি বসন্ত ও বসন্তের মেয়ে শিউলি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মৃতহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

তিনি জানান, নির্মল নামে ওই ব্যক্তি প্রথমে তার স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তাকে ঠেকাতে আসলে প্রথমে শাশুড়িকে এবং পরে দুই প্রতিবেশিকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে চারজনের মৃত্যুর পর নির্মল নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানান, নির্মল ছাড়া বাকি চারজনই চা বাগানের শ্রমিক। আজ ভোর ৫টার দিকে নির্মল ও ডলির মধ্যে ঝগড়া শুরু হয়। নির্মল ডলিকে মারধর করতে থাকলে ডলি দৌঁড়ে অন্য ঘরে বাবা মায়ের কাছে চলে যায়। তখন নির্মল ধারালো অস্ত্র দিয়ে ডলিকে কোপাতে থাকে। মেয়েকে রক্ষা করতে শাশুড়ি ছুটে আসলে তাকেও কোপায় নির্মল। এরপর বসন্ত ও শিউলি সেখানে আসলে দুজনকে এলোপাতাড়ি কোপাতে থাকে নির্মল। পরে চারজনের মৃত্যু হলে নির্মল নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করে।

চা বাগানের একজন কর্মকর্তা জানান, নির্মলের বাড়ি অন্য এলাকায়। বছর খানেক আগে জলির সঙ্গে তার বিয়ে হয়। তারপর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com