রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে প্রায় ৪০ লাখ টাকার তামাকজাত দ্রব্য ধ্বংস

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে প্রায় ৪০ লাখ টাকার তামাকজাত দ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ভানুগাছ রোডস্থ বিজিবি সেক্টরে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের উপস্থিতিতে এ সকল তামাকজাত দ্রব‍্য ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি ব‍্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. শাজাহান, কুলাউড়ার চাতলাপুর স্থল ও শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব ও গুদাম কর্মকর্তা সজল কান্তি দাসসহ স্থানীয় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও বিজিবির অন্যান্য সদস্যরা।

জানা যায়, আজ বিজিবির উদ্যোগে ভারতীয় নাসির পাতার বিড়ি ৬২ গাইড (১৫ লাখ ৬৪ হাজার ৯শ শলাকা) আগুনে নিক্ষেপ করে ধ্বংস করা হয়। এর বাজার মূল্য ৩৯ লাখ ১২ হাজার ২শ ৫০ টাকা।

অনুষ্ঠান শেষে মাহমুদুর রহমান জানান, সীমান্তে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত তামাকজাত দ্রব‍্য যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা আজ ধ্বংস করা হলো। এদেশে তামাকজাত পণ‍্যের ব‍্যাপক চাহিদা থাকায় কিছু অসাধু ব্যবসায়ী এই ক্ষতিকর পণ‍্য চোরাই পথে আমদানি করার সময় বিজিবির হাতে ধরা পরে। এসবের বিরুদ্ধে আমাদের অভিযান অব‍্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com