শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দৈনিক সিলেটের দিনকাল এর তাহিরপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাহাদ হাসান মুন্না’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি কুচক্র মহলের ইন্দনে পারিবারিক, সামাজিক ও পেশাগত কাজে বিভিন্নভাবে অপপ্রচার ও কুৎসা রটিয়েছে মেহেদী হাসান নামে একটি ফেইসবুক আইডি থেকে।
বুধবার (২২শে জানুয়ারি) সাংবাদিক রাহাদ হাসান মুন্না এ বিষয়ে তাহিরপুর থানায় Mehedi Hasan নামের ফেইসবুক আইডি ব্যবহার কারীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং ৭০৮) । সাংবাদিক রাহাদ হাসান মুন্না একজন সৎ প্ররিশ্রমী সংবাদকর্মী হিসেবে তাহিরপুর উপজেলায় পরিচিত রয়েছেন।
রাহাদ হাসান মুন্না জানান, প্রতিহিংসায় একটি কু-চক্র মহলের ইশারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম উল্লেখ্য করে মাদকসেবী কিশোর গ্যাং এর সদস্য মেহেদী হাসান তার নিজ ফেইসবুকে অপপ্রচার করছে। এমনকি সে আমার নিজের ব্যক্তিগত ফেইবুক পোষ্ঠের কমেন্ট বক্সে সে আমাকে ভুয়া সাংবাদিক বলে কুৎসা অপপ্রচার করেছে। এতে আমার পেশাগত কাজে মান ক্ষুন্ন হয়েছে আমি ওই কিশোর গ্যাং সদস্যের কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্ধা ও প্রতিবাদ জানাই।
বিভিন্ন সুত্রে জানা যায়, মেহেদী হাসান নামের কিশোর গ্যাং এর সদস্য মাদক সেবন থেকে শুরু করে ইভটিজিং মোটর সাইকেল নিয়ে বিদ্যালয়ের আশেপাশে বেপরোয়াভাবে চলাচল করে থাকে সময়ে-অসময়ে এবং সে বিভিন্ন সময়ে মদ সেবনকালে আশে-পাশের হাওরে অজ্ঞান হয়ে পরে থাকে।
এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্রনিন্ধা ও প্রতিবাদ জানিয়েছেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাক, সাংবাদিক রাজন চন্দ, আবুল কাশেম, আতিকুর রহমান আতিক, আহম্মেদ কবির, শামছুল আলম আখঞ্জি, এজে ইমন প্রমুখ।