শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “জীবনে সবসময় মা-বাবা ও শিক্ষকদের কথা মেনে চলবে আর কখনও মিথ্যে কথা বলবে না। বিদ্যালয়কে নিজের বাড়িঘরের মতো ভালোবাসবে। পরিস্কার পরিচ্ছন্ন রাখবে। তিনি, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহবান জানান।”
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় জেলার বাহুবল উপজেলার ‘পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের’ দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে কম্বল বিতরণ এবং স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুপ্রিয় চক্রবর্তী।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ।
পরে অতিথিবৃন্দ স্টুডেন্ট কেবিনেট নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন।