শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

বাহুবলে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ৪ কেজি গাঁজাসহ আব্দুল কাসেম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার উত্তর সুরমা (তেলিয়াপাড়া) গ্রামের মৃত রাজু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, বুধবার (০৪ মার্চ) দুপর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষদুলংস্থ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন (ঢাকা মেট্টো-ব-০৮-০৬৮০) বাসে তল্লাশী চালিয়ে আবুল কাসেমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী কাসেমের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com