শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
সাহিদা সাম্য লীনা :
মেধা মননে শক্তি তে আমরা কোন অংশে কম নই, আমরাই পারি আপনাদের জাগাতে, আমরাই পারি আপনাদের প্রেরণা দিতে। আমরা না হলে আপনারা কী আসতেন এই জগতে ? আমাদের ছাড়া আপনাদের চলতো কী কোন সুখের মুহুর্ত!!!!!?
আমরা আপনাদের চলার পথের সহযোগী, সঙ্গী, ভগিনী, কন্যা, জায়া, জননী! আমরা আপনাদেরই অংশ এক বিশেষ শক্তি! এক চিলতে ছায়া, “রোদেলা ভালবাসা! ” আমাদের কাঁদিয়ে আর কতকাল বুকে দহন জ্বালাবেন? সুখী তো হন না একতরফায়! অধিকার শুধু লেখায় নয়, ভাষায় নয়, বইয়ে নয়। চাই বাস্তবতা! এই চাওয়া তো পণ্য নয়! দোষ যদি হয় দুজনের, কখনোই তা একার নয়।
সারাদিন ক্লান্তিতে ঘরে ফেরা, মুখটা উস্কো খুস্কো ! আর কত?? আসুন সূর্য টা নিভু হতে আর দেরী নেই। আমাদেরই হাত ধরুণ; চলুন সামনে। আর ভাবুন তো, চোখটা বন্ধ করে। দেখুন পৃথিবী টা কত মধুর!