শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

নৃত্য, গান ও কবিতায় হবিগঞ্জে বসন্ত বরণ

নিজস্ব প্রতিবেদক : ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান’ গানের সাথে নৃত্যভূমির এক ঝাঁক ক্ষুদে শিল্পীর ঘুঙ্গুরের জংকারে বসন্তকে স্বাগত জানানো হয় হবিগঞ্জে।

রোববার (৮ মার্চ) নৃত্য, গান ও কবিতার বর্ণিল আয়োজনে বসন্তকে বরণ করে নেয় তারুণ্য সোসাইটি, সুরসায়র ও নৃত্যভূমির শিল্পীরা।

‘বসন্ত উৎসব’ শিরোনামে রোববার বেলা ৩টায় হবিগঞ্জের রাজনগরস্থ জেলা শিল্পকলা মুক্তমঞ্চে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পৌর মেয়র মিজানুর রহমান মিজান।

তারুণ্য সোসাইটির সদস্য নওরিন নুজহাত নিহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা হবিগঞ্জের সহসভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্য সোসাইটির তত্ত্বাবধায়ক শেখ ওসমান গনি রুমী, সভাপতি আবিদুর রহমান রাকিব।

সুজন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যভূমির শিল্পীরা। বর্ণা রায়ের পরিচালনায় গান পরিবেশন করেন সুরসায়রের শিল্পীরা এবং আবৃত্তি করেন তারুণ্য সোসাইটির সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com