শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

নবীগঞ্জ পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর ঘোষণা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত পরিচ্ছন্নতা মাস মার্চ/২০২০ উপলক্ষে “নবীগঞ্জ পৌর শহরকে যানজট মুক্ত ও পরিস্কার নগরী গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ” এই শ্লোগানের মধ্য দিয়ে সোমবার সকাল ১১ টায় সময়ে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে কর্মসুচীর উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগহ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী।

বিশেষ অতিথি, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা,বিশ্বজিৎ কুমার পাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, প্রকৌশলী ববি মজুমদার,ইউপি চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, আব্দুস সালাম,প্রানেশ চন্দ্র দেব, কবির মিয়া, জাকির হোসেন, জায়েদ চৌধুরী, ফারজানা আক্তার পারুল, নাছিমা বেগম, রোকেয়া আক্তার।

উপস্থিত ছিলেন মহিলা বিষয়য়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, সাংবাদিক এটিএম জাকিরুল ইসলাম, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, হিসাবরক্ষক শেখ জালাল উদ্দিন, এলেমান আহমেদ চৌধুরী, স্বরাজ মিয়া, বনানী দাশ, ইকবাল আহমেদ পৃথ্বীশ চক্রবর্তী প্রমূখ।

গাজী শাহনেওয়াজ মিলাদ বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ শহর পরিস্কার করতে হলে সবার সচেতনতা লাগবে, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি ধরা পড়েছে তাই সবার সচেতনতা খুবই জরুরী।

পৌরসভার মেয়র বলেন, শহর পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে আমার পরিষদ বদ্ধপরিকর এতে সবার সচেতনতা ও সহযোগীতা কামনা করি। নেতৃবৃন্দ এ সময় নবীগঞ্জ শহরকে পরিস্কার পরিচ্ছন্ন শহর হিসাবে ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com