শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : “দূর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি- টেকসই উন্নয়নে আনবে গতি” এ শ্লোগানকে সামনে রেখে চুনারুঘাটে পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র্যালী, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
ডিসিপি হাই স্কুলে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভায় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লষ্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়াম্যান আবিদা খাতুন, দেওয়ারগাছ ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যার কাউছার বাহার, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর খাঁন, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুল হক।
বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, চুনারুঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার দেব, ইউপি মেম্বার জসিম উদ্দিন, নির্মল দেব, মালেক মেম্বারসহ অন্যানরা।
পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের উদ্যোগে ভুমিকম্প মোকাবেলা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।