শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ পরিদর্শন করেছেন। শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দুই উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।
সকালে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় স্থানীয় সরকার কর্তৃক গৃহীত ও চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান, প্রকল্প পরিচালক আবদুস সালাম মোল্লা, মোঃ সোহরাব আলী, সৈয়দ আব্দুর রহিম, মোঃ মঞ্জুরুল ইসলাম, একেএম রেজাউল ইসলাম, মোঃ মোজাম্মেল, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার।
ওই দিন দুপুরে উপজেলার পোমগাঁও গ্রামে স্থানীয় সরকার পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের পিতা-মাতার কবর জেয়ারত করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান।
বিকেলে লাকসাম পৌরসভার সভাকক্ষে লাকসাম উপজেলা ও পৌরসভার আওতায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা শীর্ষক সভায় অংশগ্রহণ করেন প্রধান প্রকৌশলী।
লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, পৌর প্যানেল মেয়র আব্দুল আলিম দিদার, পৌর প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, পৌর হিসাব রক্ষক আখতার হোসেন, পৌর সচিব আলাউদ্দিন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, আজগরা ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা যুবলীগের সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, পৌর কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, খলিলুর রহমান, ওমর আলী, শাহ আলম, শাজাহান মজুমদার, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, নাসিমা সুলতানা প্রমুখ।