বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

১০ রাষ্ট্রের সাথে বিমান চলাচল বন্ধ ঘোষণা বাংলাদেশের

তরফ নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ভারতসহ ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ।

দেশগুলো হচ্ছে- ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর।

এর মধ্যে কয়েকটি দেশ এর আগে সেদেশের সঙ্গে অন্য দেশের বিমান চলাচল বন্ধ করেছিল নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে।

১০টি দেশের সঙ্গে শনিবার মধ্যরাত থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান।

তিনি শনিবার সকালে বলেন, “এই দেশগুলো থেকে কোনো ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।

“এ সংক্রান্ত নোটিস টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ২১-৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।”

নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়ায় গোটা পৃথিবীতে বিমান চলাচল সীমিত হয়ে পড়েছে। এর ফলে এয়ারলাইন্সগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com