শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
১৯৭১-২০২০। পঞ্চশ বছর। বাংলাদেশ নামক ভূ-খন্ডের বয়স। এ অল্প বয়সী একটি দেশের বাসিন্দা হিসেবে আমরা আরো একটি যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছি। ’৭১-এ আমাদের প্রতিপক্ষ ছিল ‘পাকহানাদার বাহিনী’ আর আজ প্রতিপক্ষ প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’। সে সময় আমাদের হাতে অস্ত্র ছিল সীমিত, আজও তা (সুরক্ষা সামগ্রী, চিকিৎসা, সনাক্তকরণ কিট ইত্যাদি) নগন্য। তাতে কি, যা কিছু আছে- তা নিয়েই আমাদের ঝাপিয়ে পড়তে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে। বিজয় আমাদের অতীতে হয়েছে, এবারও হবে ইনশাআল্লাহ।
তবে, মনে রাখতে হবে- আগে শত্রু ছিল পরিচিত ও দৃশ্যমান; তাই বুক চেতিয়ে আক্রমন করার মধ্যদিয়ে পরাস্ত করা গেছে। কিন্তু এবার শত্রু সম্পূর্ণ অপরিচিত ও অদৃশ্য। নিজেকে শত্রুর আক্রমন থেকে সুরক্ষিত রাখাই হবে এবারের রণকৌশল। তাহলে আসুন, আমরা প্রত্যেকে শপথ নিই; দেশ থেকে করোনা ভাইরাস না তাড়িয়ে আমরা ঘর থেকে বের হবো না (বিশেষ প্রয়োজন ছাড়া)। কোন অযুহাতেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করবো না। জনসমাগম সৃষ্টিমূলক কোন কার্যক্রম গ্রহণ ও তাতে যুক্ত হবো না। আমি আশাবাদী, আল্লাহ আমাদের সহায় হবেন।
লেখক : সাংবাদিক