বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

হোম কোয়ারেন্টিন অমান্য করায় শ্রীমঙ্গলে ৫ জনকে জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : জেলার শ্রীমঙ্গলে হোম কোয়ারেন্টিনে না থাকায় পাঁচজনকে জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ মার্চ) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার একটি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুনের নেতৃত্বে হোম কোয়ারেন্টিন আইন (দণ্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারা) অমান্য করায় ৫ জনকে জরিমানা করেন।

জরিমানাকৃত ব্যক্তিরা হচ্ছেন- শ্রীমঙ্গল থানার পূর্বাশা আ/এ এর ভূবনেশ্বর কালোয়ারের ছেলে জগদীশ কালোয়ার (৪০), ভৈরব বাজার গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে উজ্জল রায় (৩৫), একই এলাকার মো. মানিক মিয়ার ছেলে মো. পারভেজ মিয়া (২৫), রাজাপুর গ্রামের মো. আব্দুল হাসিমের ছেলে মো. আবু জাফর (৩২) এবং বিরামপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে আবু সাদাত মো. সায়েম (৩৫)।

এদের মধ্যে জগদীশ কালোয়ার, উজ্জল রায় ও পারভেজ মিয়াকে ১০ হাজার, মো. আবু জাফরকে ২৫ হাজার এবং মো. সায়েমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে তাদেরকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় র‌্যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com